শনিবার, এপ্রিল ০৬, ২০১৩

সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময় : সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই এদেশের বুকে ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা চলছে। প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এর থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি আরো বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূর্তের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে, বিদেশের নিকট পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই সুনাম বয়ে আনতে পারে খেলোয়াড়রা। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের যথেষ্ট ইতিহাস ও ঐতিহ্য আছে। হাবিবুল বাশার সুমনের মতো কৃতি খেলোয়াড় জন্ম হয়েছে এই কুষ্টিয়ার মাটিতে। তাই আমি মনেকরি ক্রিকেটের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটি গর্বিত জেলা। ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ কুষ্টিয়াতে আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। গতকাল সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার

হারিয়ে যেতে বসেছে খোকসার মুড়িগ্রামের ঐতিহ্য


ভাগ্যের পরিবর্তনে হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা প্রচন্ড দাবদাহেও বিরাম নেই বালেন, ঝাঁঝড়, চুলাসহ মুড়িভাজায় নিয়োজিত নারীদের। মুড়িগ্রামের কথা জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মনি।
হাজারো বাধা আর প্রতিকূলতা ভেদ করে দারিদ্রের সাথে সংগ্রাম করে মুড়ি ভাজছে কুষ্টিয়ার খোকসার মুড়িগ্রামের নারীরা। ক্রমেই হারিয়ে যেতে বসেছে উপজেলার মাছুয়াঘাটার মুড়িগ্রামের ঐতিহ্য।
সরেজমিনে উপজেলার জানিপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার মাছুয়াঘাটার মুড়িগ্রামের গিয়ে দেখা যায় নারীদের কঠোর সংগ্রামের চিত্র। ভাগ্যের পরিবর্তনে এরা হাজারো বাধাকেই চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে জানালেন অবহেলিত এসব নারীরা। একসময় জৌলুষের অলংকারের আবদ্ধ ছিলো মুড়িগ্রাম। গ্রামের নাম মাছুয়াঘাটা হলেও লোকেরা মুড়িগ্রাম হিসেবেই চেনেন গ্রামটিকে। সারাবছরই চলে মুড়িভাজার কাজ। শীত, বর্ষা কিংবা

বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

কুষ্টিয়ায় তাঁতী দলের মানববন্ধন


স্টাফ রিপোটার : আটককৃত কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা তাঁতী দল। গতকাল বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নিগাদ সীমা, জেলা বিএনপির

মেয়র আনোয়ার আলীর শোক প্রকাশ

মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রেরিত শোক বার্তায় আনোয়ার আলী বলেন, বর্ষীয়ান রাজনীতিবীদ জিল্লুর রহমান ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ। এদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর জীবনের মুল্যবান সময় অতিবাহিত করেছেন দেশ ও দশের জন্য। র্নিলোভ, মিষ্টভাষী, দক্ষ ও সাহসী

ইবির এম.ফিল ও পি-এইচ.ডি’র রেজিস্ট্রেশনের সময়সীমা বর্ধিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এম.ফিল ও পি-এইচ.ডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদন পত্রের ফরম আগামী ১৮এপ্রিল পর্যন্ত উত্তোলন এবং ২৫ এপ্রিল পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-২৭/শিক্ষা/ইবি-২০১৩/৭৯১, তারিখ ঃ ৭/২/২০১৩ ইং এর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

ইবি’র ভিসি ও প্রো-ভিসির শোক প্রকাশ

রাশেদুন নবী রাশেদ, ইবি : মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শোক বার্তায় বলেন, মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ছিলেন একজন বর্ষীয়ান নেতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। অত্যন্ত দক্ষতার সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তাঁর মৃত্যুতে আজ দেশবাসীর সাথে ইসলামী

হরিণাকুণ্ডুতে ৩ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৩ ও ৪ মার্চে হরতালে সহিংসতা, পুলিশের কাজে বাঁধাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।