বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা দিয়েছে। অবরোধের সমর্থনে এবং নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাবেক সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ
সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সমাসড়ক হয়ে কুষ্টিয়া ডিসি কোর্টর সামনে থেকে মজমপুর গেটে আসার সময় ঝাউতলা নামক স্থানে পুলিশ বাধা দিয়ে আটকে রাখে। পরে নেতাকর্মীরা মজমপুরে অবস্থান নিলে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, শান্তিপুর্ন অবরোধ কর্মসুচীতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিয়েছে। এটি অগনতান্ত্রিক এবং একনায়কতন্ত্র সরকারের মদদে হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, নিরাপত্তার খাতিরে তাদের বেশী দুর যেতে দেয়া হয়নি।

কুষ্টিয়ায় বিএনপির ১’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক-৭

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে কুষ্টিয়া সদর ফাড়ির এএসআই রমজান বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান। এ মামলায় জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.শামিম উল হাসান অপুকে ১নং আসামী করে

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে মঙ্গলবার গলায় ফাঁস নিয়ে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী আতœহত্যা করেছে। ওই ছাত্রীর নাম মিরা খাতুন। তার পিতার নাম কাশেম মন্ডল। বাড়ী বালিয়াকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। সে শালমারা-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। সে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে বলে জানাগেছে।  

এম.এ.শামীম আরজুর মায়ের মৃত্যুতে টিভি জার্নালিস্টের শোক

সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ও বিএনপি নেতা এম.এ.শামীম আরজু’র মায়ের মৃত্যুতে কুষ্টিয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি আবদুর রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনু এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আজ গাজ্জালী সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা

আজ ৭ জানুয়ারী বুধবার বেলা ২টায় স্থানীয় শহীদ আইয়ুব আলী হলরুম (থানাপাড়া রোটারী চক্ষু হাসপাতালের সামনে)গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে এক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয় : কেরাত, গজল, আজান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। বিভাগ : ক বিভাগ-৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী। খ-বিভাগ ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী পর্যন্ত

বালিয়াকান্দির লেখক ফয়জুল ইসলামের “ শিশিরঝরা পানি” বই এখন বাজারে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্ধা লেখক ফয়জুল ইসলাম রচিত “ শিশিরঝরা পানি ” বই এখন বাজারে পাওয়া যাচ্ছে। লেখক ফয়জুল ইসলামের ১৯৬২ সালে রাজেন্দ্র কলেজ ম্যাগাজিনে “মাটির মায়া” কবিতা প্রথম স্থান পায়। ১৯৮৪ সালে তার লেখা প্রথম বই “দৃষ্টির অন্তরালে” প্রকাশিত হয়। ২০১০ সালে তার আরেকটি বই “আতœকথা নামক” ও ২০১২ সালে “ ক্ষত বিক্ষত সমাজের শত

মেহেরপুরে ১৩ বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ

আকতারুজ্জামান, মেহেরপুর : নাশকতার আশংকতায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৮ জনকে সদর থানা পুলিশ ৪ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটকরা হলেন, মেহেরপুর শহরের হাঠাৎপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫), যাদবপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আবুল হোসেন (৫৫), মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার প্রভাত রায়’র ছেলে শ্যামল (২৮), একই পাড়ার রহিম হুদা’র ছেলে সাজ্জাদ রানা (৩০), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩১), হাড়াভাঙ্গা গ্রামের আখের মন্ডলের ছেলে তোহিদুল ইসলাম (৩০), সাহেবনগর গ্রামের আব্দুল লতিবের ছেলে মুনতাছারুল