বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

কুষ্টিয়ায় বিএনপির ১’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক-৭

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে কুষ্টিয়া সদর ফাড়ির এএসআই রমজান বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান। এ মামলায় জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.শামিম উল হাসান অপুকে ১নং আসামী করে
যথাক্রমে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উৎপল, যুব নেতা ওসমান গনি, শাহিন, ছাত্রদল নেতা নেতা অন্তর, শুভ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, আসলাম, রনি, জ্যাকী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, যুগ্ম আহবায়ক একে শাওন, যুব নেতা আরাফাত. শরীফ, নাহিদ হোসেন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন কানাই, মেজবাউর রহমান পিন্টু, মহিউদ্দিন চৌধুরী মিলন কমিশনার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, মনিরুল ইসলাম জিতু, কামরান মালিথা, সজল ইসলাম, শিপন, মানিক, যুব নেতা কল্লোল, শহর বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সবুজ হোসেন মোট ৩০ জনের নাম উল্লেখ করা হয়। এছারা আরো অজ্ঞাত ৬০/৭০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। প্রসঙ্গতর্, ৫ জানুয়ারী ২০ দলের গণতন্ত্র হত্যা দিবস পালনে সোমবার কুষ্টিয়ায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। সকাল সাড়ে ১০ টায় মিছিলের এক পর্যায়ে শহরের বড় বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এদিকে এ মামলায় পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। গতকাল দুপুরে কুষ্টিয়া শহর বিএনপির প্রচার সম্পাদক জাহাংগীর আলম ও যোগাযোগ সম্পাদক আবু তালেব কে আটক করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন