বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

স্থগিত করা হল বিআরবি কেবল ১১তম শিশুদের শিক্ষা ও আনন্দ্র ভ্রমন ক্যাম্প

গতকাল থেকে শুরু হয়ে ১০ জানুয়ারী পর্যন্ত ঢাকাস্থ নারী ও শিশু উন্নয়ন পরিষদ (নাশিউপ) এর উদ্যোগে শিশুদের মেধায় মননে আলোকিত মানুষ, সেই সাথে নিজের দেশ, ইতিহাস. ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিআরবি কেবল ১১তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমন ক্যাম্প এবার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কতৃপক্ষ অনিবার্য কারন দেখিয়ে ক্যাম্প স্থগিত করেছেন। ইতিমধ্যে ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও দেশের বিভিন্ন স্থানের অংশগ্রহনকারী শিশুরা এসে উপস্থিত হতে না পারায় শেষ পর্যন্ত ক্যাম্প স্থগিত করা হয়। গতকাল সকালে শুধুমাত্র কুষ্টিয়ার অংশগ্রহনকারীরা এসে শিল্পকলা
একাডেমী প্রাঙ্গন মুখোরিত করে তুললেও শেষ পর্যন্ত কতৃপক্ষ ক্যাম্প স্থগিত করেন বিআরবি কেবল ১১তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমন ক্যাম্প এর অধ্যক্ষ ও নাসিউপ এর সহ-সভাপতি আশরাফউদ্দিন নজু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাসিউপ এর কোষাধক্ষ্য মনির হোসেন, আয়োজক কমিটির সদস্য জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, জ্যোতি ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান সৈয়দা হাবিবা সহ অংশগ্রহনকারীদের একাংশের অভিভাবক। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন