বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

গাংনীতে ২ টাকার নোট নিয়ে গ্রাহকরা বিপাকে : ব্যাংকগুলোও লেন-দেন করছে না

আকতারুজ্জামান, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ২ টাকার নোট নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহকরা বিপাকে পড়েছে। প্রাইভেট ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধিন ব্যাংকগুলোতেও ২ টাকার লেন দেন বন্ধ করে দেয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হয়ে পড়েছে। গাংনী বাজারের বিশিষ্ট বেকারী ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ,চৌগাছা গ্রামের চা বিক্রেতা কামাল হোসেন, সাহারবাটি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আঃ হালিম সহ একাধীক ক্রেতা-বিক্রেতা জানান, সারাদিন বেচা-বিক্রি করার পর বাজারে কোন মালামাল ক্রয় করতে গেলে কোন দোকানদার ২ টাকার নোট গ্রহন
করছে না এমনকি ব্যাংগুলোতেও টাকা নিচ্ছে না  হাট-বাজার ও বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে,২ টাকার নোট কেউ লেন-দেন করছে না। ক্ষুদ্র ও পাইকারী ব্যবসায়ীরা নিরুপায় হয়ে পড়েছে। এ ব্যাপারে সোনালী ব্যাংক গাংনী বাজার শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম ও উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন এর সাথে জানতে চাইলে জানান,সরকারীভাবে বা বাংলাদেশ ব্যাংক থেকে কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি তবে ২ টাকার নোট আমরা জমা নিলে ঝামেলা হয়। কারন শুধু ২ টাকা নয় ,৫-১০ বা ১০০ টাকার নোটও গ্রাহকরা নিতে চাইছে না ফলে গ্রাহকদের সাথে আমাদের ক্যাশিয়ারদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। একইভাবে ব্যাংকে লোকবলের অভাবে ২ টাকার নোট গুনে নেয়াও সময়সাপেক্ষ  ২ টাকার নোটের মধ্যে ছেঁড়া ফাটা দেখে নিতে অনেক সময় লাগে। ২ টাকার নোট জমা নিতে গেলে অসংখ্য বড় গ্রাহকের অসন্তষ্টি বাড়ছে।সোনালী ব্যাংক বাজার শাখার ক্যাশিয়ার আবু মুছা ও আঃ হাকিম জানান,২ টাকার নোটে আমাদের ভল্ট ভর্তি হয়ে গেছে,এখন আর জায়গা নেই।তিনি আরও জানান, শুধু ২ টাকার নোট নয়,১০০ টাকার নোটও ৭৮ হাজার টাকা সম্প্রতি ট্রেজারী থেকে ফেরত পাঠিয়েছে।অন্যদিকে গ্রাহকরাও নিচ্ছেনা একই কারন দেখিয়েছেন, গাংনী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সামসুল আলম ও অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মেহেদী মাসুদ। এই সমস্যা নিরসনে বাংলাদেশ ব্যাংক আশু ব্যবস্থা গ্রহন করবে বলে ভুক্তভোগীদের দাবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন