বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর হাতে নিহত বাংলাদেশীর লাশ বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি : ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর গনপিটুনিতে নিহত বাংলাদেশী গরু ব্যাবসায়ী বদর উদ্দিন (৩৫) এর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করে। নিহত বদর উদ্দিন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় মুজিবনগর সীমান্তের ১০৫ নাম্বার
মেইন পিলারের কাছে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার আবু তাহের ও বিএসএফ এর পক্ষে হৃদয়পুর ক্যাম্প কমান্ডার রক্তিম চ্যাটার্জি। এসময় নদীয়া জেলার চাপড়া থানার এস আই কামতান রায় মুজিবনগর থানার ওসি রবিউল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন। পরে মুজিবনগর থানা পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। উল্লেখ্যঃ গত রবিবার রাতে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর গনপিটুনিতে বদর উদ্দিনের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন