বুধবার, জানুয়ারী ০৭, ২০১৫

মেহেরপুরে ১৩ বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ

আকতারুজ্জামান, মেহেরপুর : নাশকতার আশংকতায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৮ জনকে সদর থানা পুলিশ ৪ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটকরা হলেন, মেহেরপুর শহরের হাঠাৎপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫), যাদবপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আবুল হোসেন (৫৫), মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার প্রভাত রায়’র ছেলে শ্যামল (২৮), একই পাড়ার রহিম হুদা’র ছেলে সাজ্জাদ রানা (৩০), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩১), হাড়াভাঙ্গা গ্রামের আখের মন্ডলের ছেলে তোহিদুল ইসলাম (৩০), সাহেবনগর গ্রামের আব্দুল লতিবের ছেলে মুনতাছারুল
ইসলাম (৩৫), একই গ্রামের হজরত আলীর ছেলে ইউনুস আলী (২৭) ও আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩০), কাজীপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে জুল হোসেন (২৫), গাড়াডোব গ্রামের নুর মহাম্মদের ছেলে আব্দুস সালাম (২৭), পার্শ্ববর্তি চুয়াডাঙ্গা জেলার লতিডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (৩১) কে গাংনী উপজেলার মানিকদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ। এছাড়া মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আজিমুদ্দীন (৪৮)কে আটক করেন মুজিবনগর থানা পুলিশ। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম, মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম, সদর থানার ওসি আহসান হাবীবের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলীয় জোটের ডাকা অনিদির্ষ্টকালের অবরোধের সময় নাশকতার আশংকায় কার্য বিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন গ্রামের নিরীহ বিএনপি কর্মী সমর্থকদের বিনা মামলায় বাড়ি বাড়ি তল্লাশী করে আটক ও মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া তীব্র নিন্দা ও তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন