বুধবার, জানুয়ারী ২৩, ২০১৩

মেহেদী রুমী ও সোহরাব উদ্দীনসহ

১৩ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন


সাবেক সংসদ সদস্য, থানা ও

পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ


গত ১০ ডিসেম্বর ১৮ দলীয় জোট হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ শেষে পুলিশের নগ্ন হামলা ও মিথ্যা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা ছাত্র দলের আহ্বায়ক কামাল উদ্দিন, শহর বিএনপি নেতা খোকনসহ ১৩ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, ভেড়ামারা থানা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ডাবলু, মিরপুর থানা বিএনপির সভাপতি সাইফুল হক খান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌর বিএনপির সভাপতি মতিনুল হক খান চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি হাফিজুর রহমান হেলাল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মানু, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড, গোলাম মহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে, যুগ্ম সম্পাদক তমিজ উদ্দিন, খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিছুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, জেলা কৃষক দলের আহ্বায়ক এসএম গোলাম কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু, শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক কে এইচ সরোয়ার হোসেন, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম মাসুদ। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে। না হলে কুষ্টিয়াবাসীকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন