বুধবার, জানুয়ারী ২৩, ২০১৩

গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোটার : স্বামী আরিফ হত্যা করলো শিল্পী খাতুন(২৫) নামে এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউয়িনের বিত্তিপাড়া গ্রামে। ঘটনার বিবরনে জানা যায়, বিত্তিপাড়া বাজারের মুরগি ব্যবসায়ী তিন সন্তানের পিতা আরিফ (৩৫) গত ১ বছর পূর্বে পার্শ্ববর্তি সোনাই ডাঙ্গা গ্রামে বসবাসরত মৃত আতর মন্ডলের মেয়ে শিল্পীকে প্রেমের ফাদে ফেলে বিয়ে করে। বিবাহের পর আরিফ তার বড় বউ ও তিন সন্তানকে নিজ বাড়ি একই ইউনিয়নের গজনবীপুর গ্রামে রেখে ছোট বউয়ে সঙ্গে একই এলাকার পার্শ্ববর্তী বিত্তিপাড়া গ্রামের সাবেক মেম্বর হোসেন আলীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল . গতকাল সকালে মুরগী ব্যাবসায়ী আরিফ বড় বউকে দেয়া কথা মতে গতকাল সকালে সু কৌসলে তার দ্বিতীয় স্ত্রী শিল্পীকে হত্যা করে পালিয়ে যায়। এর পর থেকে স্বামী আরিফ পলাতক ছিল। জানাযায়, রাতে আরিফ ও শিল্পীর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারই সূত্র ধরে এই হত্যা হতে পারে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী কাছে একটি প্রশ্ন এটি হত্যা ? না আতœহত্যা সরোজমিন গিয়ে দেখা যায় একটি ফ্যানের সঙ্গে একটি সিলকের ওড়নার সাথে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। তার শরিরের একটি ওড়না সাভাবিক ভাবে ছিল। স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে দ্রত শিল্পীকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এব্যাপারে ইবি থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে যার নং-৯, তারিখ ২২-০১-২০১৩। এই রিপোট
লেখা পর্যন্ত পোস্টমোটেম বিহীন লাশ দাফন সম্পন্ন করা হয়। পাটীকাবাড়ী ক্যাম্প আইসি নুরু মোহাম্মদ মোটা অংকের উৎকোচের বিনিময় সুরতল বিহীন লাশ দাফনের অনুমতি প্রদান করে বলে জানাযায়। বিষয়টি নিয়ে ইবি ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান পাটীকাবাড়ী ক্যাম্প আইসি নুরু মোহাম্মদ লাশের তদন্ত করেন এবং তিনি বিষয়টি সম্পর্কে বলতে পারবেন। এব্যপারে ক্যাম্প আইসি সাথে ০১৭২৭ ০৪৩২০৯ নম্বরে রাত ৯.৪৫মিনিটের সময় যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। নামপ্রকাশে অনিচ্ছুক একব্যাক্তি জানায় মাত্র ৩০ হাজার টাকা ও আসবাবপত্র বিনিময়ে থানা পুলিশকে ম্যানেজ করে ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতিপ্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন