বুধবার, জানুয়ারী ২৩, ২০১৩

কুষ্টিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেলো ৫০৫ জন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মালয়েশিয়ায় যাবার লটারীতে সুযোগ পেয়েছে ৫’শ পাঁচ জন। গতকাল বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষনা করা হয়। শনিবার থেকে জেলা ব্যাপী নিবন্ধন কর্মসূচী শুরু হয়। জেলায় এবার নিবন্ধন করেছিল ২৬হাজার দুই’শ ৪৯ জন। অনলাইনের মাধ্যমেও জানা যাবে ফলাফল। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, জিটুজি কর্মকান্ডের আওতায় সরকার যে কার্যক্রম শুরু করেছে এটা অবশ্যই দেশ বাসীর জন্য বড় পাওয়া। তবে কোন অসৎ ব্যাক্তি যদি এটা ব্যাহৃত করার চেষ্টা করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এছাড়া তিনি আরও জানান, কোন ব্যাক্তি যদি তথ্য বিড়ম্বনায় পড়ে তাহলে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখ্য, গত রবিবার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অতিরিক্ত অর্থনিয়ে নিবন্ধন করায় চেয়ারম্যান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের বারাদন্ড দেয়া হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন