শনিবার, জানুয়ারী ১৯, ২০১৩

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী

হাওয়া ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৭৭তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি শনিবার। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া এ উপলক্ষে আজ শনিবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এসময় বিএনপি প্রধানের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন