সোমবার, ফেব্রুয়ারী ০৪, ২০১৩

ইবির ছাত্রলীগ নেতা সাইফুলের সন্ধান দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের (বিলূপ্ত কমিটির) বঙ্গবন্ধু হল শাখার সভাপতি ও আইন বিভাগের ছাত্র সাইফুলের ১৩ দিনেও সন্ধান মেলেনি । দ্রুত সন্ধান দাবীতে গতকাল বেলা ১১টায় প্রসাশন ভবনের সামনে মানববন্ধন করেছে ছাত্র লীগের বঙ্গবন্ধু হল শাখার নেতাকর্মীরা ও আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল গত ২২ জানুয়ারী আসন্ন কাউন্সিল কেন্দ্রীক কেন্দ্রীয় নেতাদের সাথে পরামর্শের জন্য ঢাকায় যান। সাংগঠনিক কাজ শেষে ঢাকা থেকে কাজী পাড়ার উদ্দেশ্যে ফেরার পথে রাত ১০টার দিকে ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন থানায় জিডি করেও দীর্ঘ ১৩ দিনে তার কোন সন্ধান দিতে পারেনি প্রশাসন। নেতাকর্মীদের ধারণা, আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে সাইফুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগের পিছিয়ে পড়া প্রতিপক্ষ গ্র“প এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষোভ
মিছিল, মানববন্ধন, মহাসড়ক অবোরধসহ নানা কর্মসূচী পালন করছে ছাত্র লীগের বঙ্গবন্ধু হল শাখার নেতাকর্মীরা ও আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ইবি বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কমীরা ও আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষার্থীরা। মানব বন্ধনে শিক্ষার্থীরা তাকে দ্রুত ক্যাম্পাসে ফিরে আনার দাবি জানায়। এবং তাকে প্রশাসন দ্রুত ফিরে দিতে ব্যার্থ হলে কঠোর আন্দোলনে যাবে বলে শিক্ষার্থীরা উল্লেখ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন-‘সাইফুল নিখোঁজ হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আশা করছি সাইফুল উদ্ধার হয়ে অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসবে।’
ইবি থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন,‘ এখনও পর্যন্ত ছাত্রলীগের কেউ মামলা করেনি। তবে পূর্বে জিডি করার পরিপ্রেক্ষিতে সাইফুলকে উদ্ধারের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।’
উল্লেথ যে, এ ব্যাপারে ঘটনার দিন ছাত্রলীগের পক্ষ থেকে শেরে বাংলা নগর থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা দুটি সাধারণ ডায়েরী করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে শেরে বাংলা থানা পুলিশ ছাত্রলীগ নেতা জুয়েল ও ছাত্রলীগ কর্মী রানাকে গ্রেফতার করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন