বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৩

ভেড়ামারায় ইভটিজিং এ বাধা দেওয়ায় শিক্ষকদের উপর হামলা

বিদ্যালয় ও মোটরসাইকেল ভাংচুর : গ্রেফতার-১
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং এ বাধা দেওয়ায় বখাটেরা হামলা চালিয়ে ৪ শিক্ষককে গুরুত্বর আহত করেছেএসময় ভাংচুর করেছে বিদ্যালয়ের দরজা জানালা, আসবাবপত্র এবং ১টি মোটরসাইকেলগতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটেপুলিশ এ সময় গোলাপনগর এলাকার মৃত ঘেনা বিশ্বাসের পুত্র ফিটু (২৫) কে গ্রেফতার করেদামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মখলেছুর রহমান জানিয়েছেন, সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সময় স্থানীয় বহিরাগত বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছিলএসময় শিক্ষকরা বাধা দিয়ে বখাটেদের বিদ্যালয় থেকে বের করে দেয়পরে মামুন, মিথুজ, সোহাগ, রুবেল, জনি, ইনজামুল হকসহ
১০/১২ জন বখাটে সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের উপর হামলা চালায়
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম, শফিউল ইসলাম, সাইদুল ইসলাম ও গোলাম মোস্তফা কে পিটিয়ে আহত করেভাংচুর করা হয় সহকারী শিক্ষক শফিউল ইসলামর ব্যবহৃত মোটর সাইকেল (যার নং কুষ্টিয়া-হ-১১-০২৭)ও বিদ্যালয়ের দরজা জানালা, আসবাবপত্রএ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছেএ ঘটনায় নিন্দা ও সুষ্টু বিচারের দাবী জানিয়েছেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন, সাধারন সম্পাদক আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও যুগ্ন সাধারন সম্পাদক.তাহের মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন