বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৩

দৌলতপুরে আচরণবিধি প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল¬ারদর্গা উদ্দীপন শাখার উদ্যোগে ইপসিলা কর্মসূচির আওতায় উদ্দীপন প্রশিক্ষণ কক্ষে আচরণবিধি প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনষ্ঠিত হয়েছেগতকাল বুধবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন আল¬রদর্গা শাখার ইপসিলা কর্মসূচির প্রজেক্ট অফিসার মোঃ আব্দুর রাজ্জাক
কর্মশালা পরিচালনা করেন ইপসিলা কর্মসূচির সহকারী ম্যানেজার রওশন জান্নাত রুশনীকর্মশালায় শিশু অধিকার লংঘন ,
আচরণবিধি প্রনয়ণ
, আচরণবিধি প্রনয়ণ নমুনা , বাংলাদেশের শিশু শ্রম পরিস্থিতি, কর্মপরিবেশ, জাতীয় শিশু শ্রম নিরসন নীতিমালা-২০১০, জাতীয় শিশু নীতিমালা-১৯৭৪, আন্তর্জাতিক শিশু অধিকার সনদ-১৯৮৯, জাতীয় শিশু নীতিমালা-২০১০, শিশু শ্রম নিরসন নীতিমালা বাস্তবায়নে বাজার কমিটি ও  নিয়োগ কর্তাদের ভূমিকা , শ্রমজীবি শিশু ও যুবদের ঝুকিঁ হ্রাস করণ এবং বাজার কমিটি ও নিয়োগ কর্তাদের করণীয় বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়কর্মশালায় অংশ গ্রহন করে রিফাইতপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দসভা শেষে জাতীয় শিশু শ্রম নিরসন নীতিমালার আলোকে আচরণবিধি প্রনয়ণের সিদ্ধান্ত গ্রহন করেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন