মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৩

মোবাইলে প্রেমের সম্পর্ক.............. অতঃপর প্রেমিকার অভিযোগে প্রেমিক আটক ॥ অবশেষে থানায় বিয়ে

স্টাফ রিপোর্টার : মোবাইলে সম্পর্ক হয় ভেড়ামারা শহরের কাঁচারিপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের ছেলে নাহিনের (২৪) সাথে কুমারখালীর মালিহাট গ্রামের সোলাইমান শেখের মেয়ে মৌসুমী আক্তারের (২১)। দীর্ঘ ১ বছর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মৌসুমিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তোলে নাহিন। সর্বশেষ গতকাল সকালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল কুষ্টিয়া কোর্টে। কিন্তু রাতেই প্রতারক প্রেমিক নাহিন মোবাইল ফোনে মৌসুমীকে জানায় তাকে আর বিয়ে করবে না। পরে মৌসুমী কোন উপায়ন্ত না পেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মডেল থানা পুলিশ সকালে ভেড়ামারা শহরের নিজ বাসা থেকে নাহিনকে
আটক করে থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে নাহিনের পরিবার ও মৌসুমীর পরিবারের লোকজন থানায় হাজির হয়। অবশেষে মডেল থানার সাথে দীর্ঘ ৮ ঘন্টা দেন দরবার শেষে সন্ধ্যায় উভয়ের বিবাহ সম্পন্ন হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন জানান, বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে তার নির্দেশ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়েছে।

1 টি মন্তব্য: