মঙ্গলবার, অক্টোবর ০৮, ২০১৩

আন্ত : জেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থা চ্যাম্পিয়ান

মামুনুল ইসলাম ঝন্টু : ঢাকা ধানমুন্ডি সুলতানা কামাল মহিলা ক্রিড়া কমপ্লেক্্ের ৫ অক্টোবর অনুষ্ঠিত্ব আন্ত : জেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা চ্যাম্পিয়ান হয়েছে । এ খেলায় ৪০ টি জেলার মহিলা প্রতিযোগিরা অংশ গ্রহন করে । ৩ টি ক্যাটাগরিতে মোট ১৪ টি ইভেন্টে খেলা হয় । ১৪ টির মধ্যে কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাঁতারুরা ৪ স্বর্ণ,২ টি রুপ্য ও ৩ টি তাম্র অর্জন করে দলগত ভাবে চ্যাম্পিয়ান হয় । খেলা উদ্বোধন করেন বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রি এ্যাড : মোস্তাফিজুর রহমান ও সমাপনী অনুষ্ঠানে পুরুস্কার বিতরন করেন বানিজ্য মন্ত্রি জি.এম.কাদের । শুধু এখানেই নয় কুষ্টিয়ার সাঁতারুরা বিশ্বের বিভিন্ন দেশের সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে গৌরব অর্জন করেছে । তাদের এই অর্জনের জন্য অভিন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রী ও কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সহধর্মীনি রেবেকা সুলতানা,সাধারন সম্পাদিকা আল-হামরা বেগম । এ বিষয়ে কোচ এমদাদুল হক বলেন আমাদের মেয়েদের এই অর্জন সভানেত্রীর জন্যই সম্ভব হয়েছে বলে আমি মনে করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন