রবিবার, অক্টোবর ০৬, ২০১৩

মুক্তির উদ্যোগে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালন

  মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১মাস বয়সের শিশুদের ভিটামিন ’এ’ নীল রঙের ক্যাপসুল এবং ১- ৫ বছর বয়সের শিশুদের ভিটামিন’এ’ লাল রঙের ক্যাপসুল শিশুদের খাওয়ানোর মাধ্যমে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন দিবস শুরু হয়। দিবসের শুভ সূচনা করেন মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। ৬-১১ মাস বয়সী শিশুদের ’এ’ভিটামিন নীল রঙের ক্যাপসুল ৩ জন, ১-৫বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ’এ’-৫৪ জনকে ক্যাপসুল খাওয়ানো হয়, সর্বমোট ৫৭জন শিশূকে খাওয়ানো হয়। স্বেচ্ছাসেবী হিসাবে দায়িত্ব পালন করেন সুচনা পারভীন, নুরুন্নাহার বেগম ও শ্যমলী খাতুন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন