সোমবার, অক্টোবর ০৭, ২০১৩

প্রধানমন্ত্রীর সফরে “সিকিউরিটি পাশ” কার্ডে দলীয়করণে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা

কুষ্টিয়ায় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর কে কেন্দ্র করে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের জনসভা ও ভেড়ামারায় বিদুৎ কেন্দ্র উদ্ধোধনের স্থানে সাংবাদিকদের জন্য “সিকিউরিটি পাশ” কার্ডের ক্ষেত্রে দলীয়করনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।এক বিবৃতিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল জেলার বিভিন্ন টেলিভিশন প্রতিনিধি, জাতীয় পত্রিকা এবং স্থানীয় দৈনিক ও সাপ্তাহিত পত্রিকার সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং বিারোধীদলের দলের মালিকানাধীন পত্রিকার সাংবাদিক দের “সিকিউরিটি পাশ” না দিয়ে আওয়ামী ঘরনার মালিকানাধীন প্রত্রিকা ও প্রশাসনের মদদপুষ্ট সাংবাদিকদের “সিকিউরিটি পাশ” দেওয়া হয়েছে ।
সেই ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের হয়রানী ও লাঞ্চিত হতে হয় এবং সংবাদ সংগ্রহে কষ্টকর হয়। প্রশাসনের কিছু দলবাজ ও অতি উৎসাহী কর্মকর্তার করনেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ মনে করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন