বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

আজ কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলা নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার সদর ও ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সব ধরনের সরঞ্জাম পাঠানো হয়েছে।প্রসঙ্গত, আজ ১৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের প্রথম দফায় জেলার ছয় উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্য ১২৭টি এবং উপজেলার মোট ভোটারসংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৫৯৪ জন। এছাড়া, ভেড়ামারা
উপজেলায় মোট ৪৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই উপজেলার মোট ভোটারসংখ্যা এক লাখ ৩১ হাজার ১৩২ জন। কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ কেন্দ্র এবং ভেড়ামারা উপজেলার সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা ও বিজিবি সদস্যরাও টহল দিচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন