বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বসন্ত উপলক্ষ্যে ইবিতে আবৃত্তি উৎসব


ইবি প্রতিনিধি : বসন্ত বরণ উপলক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “আমার পরাণ যাহা চাই, তুমি তাই”- স্লোগানকে সামনে রেখে আবৃত্তি উৎসব পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এর আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-এর করিডোরে এ আবৃত্তি উৎসব পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: আফজাল হোসেন। ইবি ‘আবৃত্তি আবৃত্তি’ এর সভাপতি খন্দকার সামিউল হক সাম্য এর সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য ফাতেমাতুজ্জামান বৃষ্টি ও নাইমুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ড. বাকী বিল্লাহ বিকুল ও বাংলাদেশ আবৃত্তি সমন্ময় পরিষদ এর সাধারণ সম্পাদক খান মাজহারুল হক লিপু। আবৃত্তি উৎসবে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের বসন্ত, প্রেম, তারুণ্য শক্তি, নতুনের জয়ধক্ষনি বিষয়ক কবিতা আবৃত্তি করা হয়। এতে আবৃত্তি আবৃত্তি’র সদস্যদের সাথে মাগুরা
জেলার কণ্ঠ বিথী’র সদস্যরাও অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে অংশগ্রহণ করে। বসন্তের হাওয়ায় যেমন প্রকৃতি নতুনত্ব ধারণ করে তেমনি করে বসন্ত উপলক্ষে ইবির আবৃত্তি উৎসবে মন মাতানো আবৃত্তি’তে উপস্থিত দর্শকদের মনে দোলা ও আলোড়ন সৃষ্টি হয়। উৎসবে ইবির আবৃত্তি আবৃত্তি’ এর সোনিয়া, আশা, জসিম, অমৃতা, লিটন, সাইফা আলম, রবিন, পরান্টু চাকমাসহ অনেকেই কবিতা আবৃত্তি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন