বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

খলিসাকুন্ডিতে স্বীকারক্তি নিয়ে ১৮ টি গরু ফেরত

খলিসাকুন্ডি প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে সোমবার সকালে এলাকার এক আমেরিকান প্রবাসীর কান্ড দেখে হতবাক হযেছে এলাকাবাসী। নিজের বিক্রি করা জমি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে ঐ আমেরিকান প্রবাসী। আমেরিকান প্রবাসী ব্যাক্তির নাম ফয়সল মেহেদী হাসান চপল। খলিসাকুন্ডি গ্রামের লুলু নামের এক ব্যক্তির কাছে জমি বিক্রয় করে। জমি ফিরে পেতে চপল তার লোকজনদের দিয়ে লুলুর গরুর খামার থেকে জোর পূর্বক প্রায় ৫ লক্ষাধীন টাকা মূল্যের ১৮ টি গরু নিয়ে চপলের খামারে রাখে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা জানি হলে লুলুর কাছ থেকে জোর পূর্বক কাগজে স্বীকারক্তি নিয়েছে। এর পর তার গরু ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য গোপনে বোনদের ফাঁকি দিয়ে জমি বিক্রি করে চপল বিষয়টি সরিকরা জানতে পেলে এখন জমি ফিরিয়ে পেতে পায়তারা চালিয়ে যাচ্ছে প্রবাসী ঐ ব্যক্তি। টাকার প্রয়োজন হওয়ায় দুই মাস পুর্বে জমি বিক্রি করে টাকা নিয়ে আমেরিকায় চলে যায়। সেখানে তার টাকার প্রয়োজন মেটানোর পর আবার দেশে এসে জমি ফিরিয়ে পেতে মরিয়া হয়ে পরেছে। শুধু তাই নয় গত রবিবার খলিসাকুন্ডি গ্রামের লুলু নামের এক ব্যাক্তির খামার থেকে ১৮টি গরু নিয়ে এসে আটকে রাখে চপলের লোক। জানা যায় দুই মাস পুর্বে খলিসাকুন্ডি গ্রামের গোলাম র্মোতুজার ছেলে আমেরিকান প্রবাসী ফয়সাল মেহেদি হাসান চপল টাকার প্রয়োজনে তার এক একর ২০ শতক জমি কমিশনের মাধ্যমে গোপনে লুলর কাছে বিক্রি করে আর এই জমির টাকার যোগান দেন চপলের ভাই মৃত রফিকুল ইসলামের ছেলে শাহারিয়া শাকিল। পরে দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে উক্ত জমি
দু ভাগে লুলু ও শাহারিয়া শাকিল এর নামে রেজিস্ট্রি করে দেয় চপল । এর পর আমেরিকায় চলে যায় চপল । সেখানে তার অর্থের প্রয়োজন মেটানোর পর তার বোনরা বিষয়টি টের পেলে চপল আমেরিকায় থেকে দেশে চলে এসে । বিক্রি জমি ফিরিয়ে নিতে মরিহা হয়ে উঠে। পরে দৌলতপুর থানায় জমি ফিরে পেতে চপল একটি অভিযোগ করে। দৌলতপুর থানায় চপলের অভিযোগের বিক্তিতে গত ১০ই ফেব্রয়ারী রাতে দৌলতপুর থানার (ওসি তদন্ত) রাশেদ জামান শাহারিয়া শাকিলকে গ্রেফতারের জন্য খলিসাকুন্ডি বাজারে আসলে তাকে না পেলেও একটি ফামের্সীতে শাকিলে ব্যাবহত মোটর সাইকেল পড়ে থাকা অবস্থায় আটক করে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পে রাখে। এ দিকে গত বুধবার বিকালে গ্রামের কয়েকজন সুযোগ সন্ধানী লোকদের দিয়ে মিটিং করে চপল। এবং তার লোক দিয়ে খলিসাকুন্ডি গ্রামের লুলুর খামার থেকে ৫ লক্ষ্য টাকার মুল্যের ১৮ টি গরু জোরপুর্বক নিয়ে এসে চপলের খামারে রাখে সেই গরু সোমবার সকালে লুলুর কাছ থেকে জোরপুর্বক স্বিকারোক্তী নিয়ে এ গরু ফিরিয়ে দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন