শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৪

শহরের থানাপাড়া বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডে ২০টি ঘর ভস্মিভুত : ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি বাড়িঘর সম্পূূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন পৌনে ১২টার দিকে বস্তির বাসিন্দা সাহাবুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে তা আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় চর থানাপাড়ার প্রায় ২০টি বাড়ীঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ঘরের আসবারপত্র, পোশাক, নগদ টাকা, বইসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে
গেছে। কুষ্টিয়া ফায়ার ষ্টেশনের সিনিয়র অফিসার আলী সরদার জানান, এঘটনায় ২০ টি ঘর পুরে আনুমানিক প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন