সোমবার, মার্চ ২৪, ২০১৪

প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর মৃত্যুতে মেহেদী রুমী সহ বিভিন্ন মহলের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী ড:সাইফুল ইন্তেকাল করেছেন ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এক শোক বার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত
পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ড. রাশিদ আসকারী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের সভাপতি ড. মোঃ মাহবুবুল আরফিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি
ইবি শিক্ষক সমিতির শোক
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. রাশিদ আসকারী এক যৌথ শোক বার্তায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রফেসর সাইফুল ইসলামের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় একজন সৎ, যোগ্য, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারিয়েছে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
জেলা জামায়াতের শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারী ড:সাইফুল ইন্তেকাল করেছেন ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে ভুগতেছিলেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় পাবনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ড:সাইফুল ইসলামের ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর সাবেক এমপি আব্দুল ওয়াহিদ,নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও খন্দকার মুহসিন, সেক্রেটারী শাহ্জাহান আলী মোল্লা, শহর শাখার আমীর রফিক উদ্দীন আহমাদ,সদর আমীর মোহাম্মদ আলী এক যৌথ বিবৃতিতে শোক প্রদান এবং বাদ যোহর তাৎক্ষনিক দোয়ার আয়োজন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন তার মৃত্যুতে এ জাতি একজন উচু মানের আলেম কে হারাল যা আবার পূরন হবার নয়, একজন ইসলামের প্রচার ও প্রসারক হিসাবে তার অবদান অনস্বীকার্য । নেতৃবৃন্দ উচ্চ মর্যাদাসহ তাঁর মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন