সোমবার, মার্চ ১৭, ২০১৪

কলাগাছের কি অপরাধ ?

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পূর্বশত্র“তাবশত: প্রতিপক্ষের সহ¯্রাধিক কলাগাছ ও দুটি বসতবাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসার মুকশিদপুর-বামনপাড়া চর এলাকায়।ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর-বামনপাড়া গড়াই নদীর চর এলাকায় রবিবার সকাল ৭ টার দিকে প্রতিপক্ষের কয়েকজন কৃষকের সহ¯্রাধিক কলাগাছ কর্তন ও দুটি বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় ঐ এলাকায় লোকজনের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। ঘটনার স্বীকার শামেলা বেগম নামের এক গৃহবধু বলেন, সকালে স্থানীয় চাঁদ আলী, মুকুল, জহুরুল ও বিল্লালের নেতৃত্বে আমাদের বাড়ি ভাংচুর করে এবং একই সাথে ওরা আমাদের কয়েকজনের প্রায় একহাজার কলাগাছ কেটে ফেলে। এসময় আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। কি কারণে কলাগাছ কর্তন ও বসতবাড়ি ভাংচুর করেছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের
কারণেই ওরা এ হামলা চালিয়েছে। আমরা কোরআন শরীফ মাথায় দিয়ে বললেও ওরা বিশ্বাস করে না। এ ঘটনার স্বীকার কৃষক আসকার আলী, ছলিমদ্দি খাঁ, ইব্রাহিম ও মজিবর এর মাথায় হাত। এ অপূরণীয় ক্ষতি তারা মেনে নিতে পারছেন না। এ ঘটনায় খোকসা থানার অফিসার ইনচার্জ আলী নওয়াজ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তর্দন্ত চলছে। তবে এখনো পর্যন্ত কোন মামলা এন্ট্রি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন