সোমবার, মার্চ ১৭, ২০১৪

ভেড়ামারায় বালু উত্তোলন শ্রমিককে হত্যা

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গেলে এক বালু উত্তোলক শ্রমিককে নৌকা থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শ্রমিকের নাম ঝন্টু আলী (৩৫)। সে উপজেলার বারমাইল এলাকার হঠাৎপাড়া গ্রামের মৃত সুজন আলীর ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে দশটায় ভেড়ামারার বারমাইল এলাকার পদ্মা নদীর মধ্য থেকে তার লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও নিহতের পরিবার এবং প্রতক্ষ্যদর্শী সুত্র জানায়, ঝন্টু পেশায় একজন বালু উত্তোলন নৌকার মাঝি। সে দিবাগত রোববার মধ্য রাতে নৌকাযোগে বালু উত্তোলন করতে পদ্মা নদীতে যায়। নদীর মধ্যে অপর একটি বালু উত্তোলনের ড্রেজার’র মালিক আলী’র সাথে নৌকার অবস্থান নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই নৌকার এক শ্রমিক তার হাতে থাকা পাইপ দিয়ে ঝন্টুর মুখে আঘাত করে। আঘাত পেয়ে নৌকার সাথে মাথায় ধাক্কা খেয়ে ঝন্টু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নিহত ঝন্টুর নৌকার অন্যান্য শ্রমিকরা তার পরিবারকে তার নিখোঁজের সংবাদ দেয়। পরে স্থানীয়দের সাথে নিয়ে ভেড়ামারা মডেল থানার পুলিশ সকালে পদ্মা নদীর বিস্তৃর্ণ
এলাকা জুড়ে জাল নিয়ে তল্লাশী চালায়। অবশেষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় নিহত নৌকা মাঝি ঝন্টুর লাশ জালে উঠে। পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঝন্টুকে মাথায় আঘাত করে নদীতে ফেলে দেওয়া হয় বলে, প্রাথমিক ভাবে জানতে পেরেছি। নিহত ঝন্টুর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী সালমা বাদী হয়ে ২ জনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেছে। আসামীকে গ্রেফতারে সর্বাতœক চেষ্টা চলছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন