শনিবার, এপ্রিল ১২, ২০১৪

বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড

আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখন ক্লাস করছে খোলা আকাশের নিচে। জানা যায়, উপজেলার আমলা ইউনিয়নের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি তার ফলাফল দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হঠ্যাৎ করে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে বিদ্যালয়টি। তারপর থেকেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আব্দুল বারেক জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের পূর্বমুখী ঘরের টিনের চালা এবং উত্তরমুখী ঘরের চালাসহ ঘর উড়িয়ে নিয়ে যায়। বর্তমানে নিদারুন কষ্টের মধ্যে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে। অবিলম্বে বিদ্যালয়টি সংস্কারের জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন