শনিবার, এপ্রিল ১২, ২০১৪

ইবিতে আবারো ছাত্রদলের ধর্মঘট

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকৃত ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান মুক্তির দাবিতে আবারো আজ সর্বাত্মক ধর্মঘট পালন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক নেতাকর্মীর মুক্তির ব্যাপারে প্রশাসনের টালবাহানায় এপযর্ন্ত পাঁচ বার ধর্মঘট পালন করে আসছে। এবার নিয়ে ষষ্টদফা দর্মঘট পালন করবে দাবী মানা না হলে লাগাতার ধর্মঘট চলতে থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জানা যায়, গত ৮ এপ্রিল আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ১২ ও ১৩ এপ্রিল ধর্মঘট পালনের হুমকি দেয় তারা। আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দেয় তারা। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আল্টিমেটাম শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ শনিবার তারা আবারো ধর্মঘটের ডাক দিল। ধর্মঘটের ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের স্বার্থে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের দাবী মানতে হবে। অন্যথায় এ বিশ্ববিদ্যালয়কে অচল করে দেয়া হবে। কেননা ছাত্রদলের নেতাকর্মীরা জেলে থাকবে, ক্লাস পরীক্ষা দিতে পারবেনা, অথচ বিশ্ববিদ্যালয় চলবে এটা আমরা মেনে নিতে পারবোনা। রবিবারের মধ্যে দাবী আাদায় না হলে আমাদের ধর্মঘট চলতে থাকবে। আমরা
এর আগে ধর্মঘট পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়েছিলাম। প্রশাসনকে ৪৮ ঘন্টার সময়ও দিয়েছিলাম যাতে করে তারা আটক নেতাদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। তবে এসময়ের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা আবারো ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।’ ছাত্রদলের দাবির ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘আটক ছাত্রদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু করণীয় রয়েছে তা করার জন্য আমরা চেষ্টা করছি।’  উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানো মামলায় গত ১০ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিন রহমান ও ২৯ জানুয়ারি সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে কুষ্টিয়া শহর থেকে আটক করে পুলিশ। বর্তমানে তারা কুষ্টিয়া কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ধর্মঘট পালন করে। একই দাবিতে তারা তিন দফা লাগাতার ধর্মঘট ডাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করে নেয়। সর্বশেষ ২৯ মার্চ ছাত্রদল ধর্মঘট পালন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন