শনিবার, এপ্রিল ১২, ২০১৪

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ১ম ও ২য় বিভাগ ক্রিকেট লীগ সম্পন্ন

যত বেশী খেলাধুলার আয়োজন করা যাবে অপরাধ প্রবণতা তত কমবে

-------------------------মফিজ উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১২-২০১৩ সম্পন্ন হয়েছে। গতকাল স্টেডিয়াম মাঠে ১ম বিভাগ ফাইনাল খেলার মধ্যদিয়ে এ লীগের সমাপ্তি ঘটে। ২০১২-১৩ সালের ১ম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া এ্যাথলেটিক ক্লাব এবং রানার আপ হয় কুষ্টিয়া কুঠিপাড়া গফুর সংসদ ক্লাব। ২য় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেখ কামাল ক্রীড়াচক্র এবং রানার আপ হয় হাউজিং দি,এ,টিম। গতকাল বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-পর্ষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রনজু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু।  প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বলেন, যত বেশী খেলাধুলার আয়োজন করা যাবে অপরাধ প্রবণতা তত কমবে এবং যুব সমাজ তত সুন্দর মনের অধিকারী হবে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত এই ভাবে খেলার আয়েজন করলে অবশ্যই ভাল খেলোয়াড় তৈরী হবে। তিনি বলেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা একটি
সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন কারণ আমি দেখতে পাচ্ছি তারা নিয়মিত ভাবে লেখাধুলা আয়োজন করে যাচ্ছে। এভাবে চলতে থাকেল খেলাধুলার মানউন্নয়নে সহায়ক হবে।  অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান, যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, এ্যাডঃ মোসাদ্দেক আলী মণি, ক্রিকেট উপ-পর্ষদের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পারভেজ আনোয়ার তনু, নির্বাহী সদস্য খোকন সিরাজুল ইসলাম, কাইয়ুম নাজার, আলমগির কবির হেলাল, মীর আয়ুব হোসেন, মোঃ খায়রুল ইসলাম, আনিসুর রহমান আনিস, হাবিবুর রহমান বাপ্পি, আলী হাসান মন্টা, খন্দকার রাশিদুল ইসলাম মঞ্জু, আবুল কালাম আজাদ, এম,এ,কবির ও মোস্তাফিজুর রহমান সবুজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন