বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০১৪

দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার করেছে বিজিবি

দৌলতপুর সংবাদদাতা ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় অস্ত্র পাচারকারী পালিয়ে যায়। বিজিবি জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে ভারত সীমান্তের ১৫৪/৬ এস সীমানা পিলার সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জ এলাকায় বিজিবি‘র ৩২ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের নায়েক মহসিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিল। এসময় এক অস্ত্র পাচারকারী বিজিবি সদস্যদের দেখে তার মাথায় থাকা ঘাসের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘাসের বস্তা খুলে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশী
পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবি ৩২ ব্যাটালিয়নের রামকৃঞ্চপুর ক্যাম্পের কমান্ডার জানান, অস্ত্র ব্যবসায়ীরা পিস্তলটি ভারত থেকে এনে কৌশলে দেশের ভিতরে পাচারের চেষ্টা করছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন