বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০১৪

শ্রীশ্রীঠাকুরের ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আজ শুভ অধিবাস

শ্রীশ্রীঠাকুর অনুকূচন্দ্র সৎসঙ্গ মন্দির ,কুষ্টিয়া জেলা শাখা,লীলাভূমি কুষ্টিয়ায় শ্রীশ্রীঠাকুরের ১২৬ তম আবির্ভাব বর্ষ স্মরণ মহাÑ মহোৎসব উপলক্ষে আজ সন্ধ্যা প্রার্থনান্তে পবিত্র শ্রীমদ্ভগবত গীতা পাঠের মাধ্যমে ২দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ অধিবাস শুরু হবে। আগামীকাল অনুষ্ঠানের মূল পর্ব উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠান মধ্যে প্রভাতি প্রার্থনা অন্তে জাতীয় ও সৎসঙ্গের পতাকা উত্তোলন, প্রতিকৃতি সহ নগর পরিক্রমা, সকাল ১০ টায় কিশোর মেলা, মধ্যাহ্নে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ, ৩ টায় লোকরঞ্জন অনুষ্ঠান, বিকাল ৫টায় ধর্মালোচনা সভা, সন্ধ্যায় প্রার্থনা অন্তে লীলাভূমির উপর বক্তব্য রাত ৯টায় সঙ্গীতাঞ্জলী
,রাত ১০টায় সমাপ্তি ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠান সমূহে দেশ বিদেশের বরেণ্য অতিথিবৃন্দ ও বক্তাগণ ধর্মালোচনা সহ অনুষ্ঠানাদিতে অংশ গ্রহণ করবেন। লীলাভূমি কুষ্টিয়ার পক্ষ থেকে শুভানুধ্যায়ী ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন