বৃহস্পতিবার, এপ্রিল ০৩, ২০১৪

কুষ্টিয়ায় স্কুলছাত্রী অর্পা’কে ধর্ষণ ও হত্যাকান্ডে অভিযুক্ত লম্পট তপনের ফাঁসির দাবিতে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়াস্থ শহীদ দিদার কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী ও দত্তপাড়ার বাসিন্দা স্বপন পালের কন্যা অর্পা রানী (৮)কে অপহরণ করে হত্যাকান্ডের প্রতিবাদে এবং পাষন্ড হত্যাকারী লম্পট একই এলাকার তপন পালের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও কুমারখালী উপজেলা শাখা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় শহরের কুষ্টিয়া মডেল থানার গেটের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মনব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।  এসময় বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়ার সভাপতি ফাতেমা বেগম বলেন, সাম্প্রতিককালে কুষ্টিয়ায় নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্মম, নিষ্ঠুর নির্যাতন, ধর্ষণ ও হত্যাকান্ডের মত চাঞ্চল্যকর ঘটনার বিচার না হওয়ায় এজাতীয় অপরধ প্রবনতা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টি এখন কুষ্টিয়া জেলার সর্বমহলেই অবগত যে, অপরাধ সংঘটনের পর অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করলেও সর্বশেষ আদালত থেকে মামলাগুলি ডিসমিস হয়ে যাচ্ছে। এরফলে নির্যাতনের শিকার হয়েও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা বিচার না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আস্থা ও শ্রদ্ধা হারাচ্ছে আদালতের প্রতি এবং নতুন নতুন অপরাধের শিকার হলেও ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে নিরুৎসাহিত হচ্ছে। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক
ভারপ্রাপ্ত সভাপতি মুকুল খসরু, মহিলা পরিষদ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক রওশন আরা, মহিলা পরিষদ কুমারখালী উপজেলার নেত্রী হোসনেয়ারা রুবি, সাংগঠনিক সম্পাদক তসলিমা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা ও উদিচির সাধারণ সম্পাদক সমর রায়, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ। উল্লেখ্য গত শুক্রবার বিকেলে অর্পা রানি পালকে অপহরণ করে ধর্ষণ শেষে মুখ ও হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের একটি পরিত্যাক্ত কুয়ার পাশে লাশ ফেলে রেখে যায়। পরদিন শনিবার ২৯মার্চ সন্ধায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসহাতাল মর্গে প্রেরণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন