শনিবার, জুলাই ১৯, ২০১৪

কুষ্টিয়ায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ থেকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান

স্টাফ রিপোটার ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদী অবৈধ ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। গতকাল শক্রবার বাদ জুম্মা মিছিলটি মঙ্গলবাড়িয়া বাজার থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে মঙ্গলবাড়িয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখোনে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আমির আরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনামুল হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় বক্তারা ইসরাইলি পণ্য বর্জন ও অবিলম্বে ইসরাইলি গণহত্যা থেকে ফিলিস্তিনীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি, মানবাধিকার সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।  বক্তারা বলেন বলেন, ইসরাইল সম্পন্ন অন্যায় ভাবে ফিলিস্তিদের উপর বর্বর গণহত্যা চালিয়ে আসছে। গত কয়েক দিনে গাজায় অবৈধ ইসরাইলের
কাপুরুষোচিত হামলায় ফিলিস্তিনি নারী, শিশুসহ শতাধিক মুসলমান নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনী।  বক্তারা আরো বলেন, পবিত্র রমযান মাসে ফিলিস্তিনি জনগোষ্ঠী ইসরাইলী বর্বর আক্রমণ থেেক রেহাই পাচ্ছে না। গাজা উপত্যকায় লোকালয়ের পর লোকালয় এখন বিরাণভূিমতে পরিনত হয়েছে। জীবন বাঁচাতে এখন হাজার হাজার ফিলিস্তিনি নিরাপদ আশ্রয় খুজে বেড়াচ্ছে। এ অবস্থায় ইসরাইলের সকল প্রকার পণ্য বর্জনের আহবান জানান বক্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন