শনিবার, জুলাই ১৯, ২০১৪

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ভেজাল সেমাই বিক্রির দায়ে ২জনের কারাদন্ড

শরীফুল ইসলাম, কুমারখালী : পরশু বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৫ ঘটিকার সময় পৌরসভাস্থ পশুহাট এলাকা হতে সাধারণ জনতা ভেজাল সেমাই আটক করে। পরে পুলিশের খবর দেওয়া হলে কুমারখালী থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দকৃত ৪০০প্যাকেট (বর্নফুল) লাচ্ছা সেমাই সহ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আশান নগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক এর পুত্র মোঃ মশিউর রহমান (২৭) ও খোকসা উপজেলার বুরজুক মির্জাপুর গ্রামের মৃত: আবুল হোসেন সরদার’র পুত্র মোঃ ইউনুস আলী (৪২) কে সেমাইসহ গতকাল বেলা অনুমান ১১ টায় ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তারের
ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ২ জনকে পৃখকভাবে ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ও জব্দ কৃত সেমাই তাৎক্ষনিক ধ্বংস করে দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন