শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০১৪

মিরপুরের খবর : মিরপুর থানা পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি রফিকুল

সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার, মিরপুর : খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরপুর থানা পরির্দশন করেন। তিনি মিরপুর থানায় এসে পৌঁছালে অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে তিনি মিরপুর থানার নির্মানাধীন নতুন ভবনসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সন্ত্রান উন্নয়নের প্রধান অন্তরায়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স নীতি উল্লেখ করে বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। থানা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সহকারী পুলিশ সুপার নিলয় রায়, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিরপুরে জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মিরপুর : মিরপুরে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তৃতীয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দ্দার মোহম্মদ আবু সালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। বাংলাদেশ স্কাউট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শাহাজ্জেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শ্যামল কুমার মল্লিক, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাংলাদেশ স্কাউট মিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোবিন্দগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম, দল সভাপতি-১ খেলাফত হোসেন, উপজেলা স্কাউট লিডার আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী, লিডার ট্রেনার চন্দ্রা বিশ্বাস, অডিটর শফিউল ইসলাম প্রমুখ। ২১ ডিসেম্বর তাবু জলসার মাধ্যমে এ ক্যাম্পের সমাপ্ত হবে।

বিজিবি’র অভিযানে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার, মিরপুর : দৌলতপুরে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার আব্দুল বাতেনের নেতৃতে একটি টহল দল হাড়ভাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনার মেজর মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

মিরপুরে আ’লীগ নেতা মোতাহারের ২য় মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, মিরপুর : মিরপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দের পিতা উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোতাহার হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগুনিয়াস্থ নিজ বাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রচার সম্পাদক বিএম জুবায়ের রিগান, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোর্শেদ, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন গোবিন্দগুনিয়া জামের মসজিদের ইমাম ক্বারী মাওঃ আসলাম হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন