শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০১৪

কুষ্টিয়া পৌরসভার অন্তর্ভূক্ত সিডিসি সমূহের বার্ষিক সাধারণ সভা

কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী বলেছেন, এই প্রকল্পের লক্ষ্য হলো নারীদের অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করা, তাদের নেতৃত্বকে বিকশিত করা এবং তাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার দরিদ্র ও হতদরিদ্র নারীদের পরিবারের শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা, বেকার যুবক-যুবতিদের কর্মমূখী প্রশিক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ করা হয়েছে। এই উন্নয়ন কাজগুলিকে ধরে রাখতে হলে দলীয় সভায় নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে। তিনি এই বার্ষিক সাধারণ সভাসমূহের মাধ্যমে সিডিসিসমূহ তাদের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের লভ্যাংশ ঘোষনা করার পাশাপাশি ইতোপূর্বে বাস্তবায়িত বিভিন্ন আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। গত বুধবার সকালে ও বিকেলে যথাক্রমে হাউজিং এবং হরিশংকরপুরে হাউজিং এ, বি, সি, ব্লক এবং হরিশংকরপুর সিডিসির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী
এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর আকতার হোসেন, আনোয়ারা ইসলাম, হাউজিং এষ্টেট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহাবু্িদ্দন বাবলা, প্রধান শিক্ষক সামসুল আলাম, হাউজিং এষ্টেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, শাওন আক্তার, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকল্পের টাউন ম্যানেজার আনিছুর রহমান, নিউট্রিশন এক্সপার্ট ফিরোজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়ায়েস ক্বারনী পলাশ, সিডিসি ফেডারেশনের চেয়ারপার্সন জনাব আহম্মেদ আলী মন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সিডিসি ও ক্লাষ্টারের নেতৃবৃন্দ। উল্লেখ্য সিডিসিসমূহ সদস্যদের মধ্যে মোট প্রায় ৩ লক্ষ ৪ হাজার টাকা লভ্যাংশ প্রদান করে। আলোচনা সভার পরে অনুষ্ঠানে মেয়র আনোয়ার আলী প্রতিটি সিডিসি’র সফল উপকারভোগীদের মাঝে পূরষ্কার বিতরণ করেন এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন