শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০১৪

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশি কর্মীরা অভিবাসনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাপক অবদান রাখছেন : সৈয়দ বেলাল হোসেন

ষ্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস যৌথ উদ্যোগে ও ব্র্যাকের সহযোগীতায় এ কর্মসূচির আয়োজন করে। ‘নিরাপদ অভিবাসন- দিন বদলের লক্ষ্য অর্জন’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ব্র্যাকের প্রতিনিধি মোতাহার হোসেন। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশি কর্মীরা অভিবাসনের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাপক অবদান রাখছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্জিত অর্থ দেশে প্রেরণ করে তারা দেশের অর্থনীতির গতি বেগবান করেছেন। এ দিনে তাদের অবদানের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিদেশে কর্মরত প্রবাসীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ, সমস্যা সমাধান ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরে প্রবাসীর মৃত্যুজনিত ৩জনকে ৭লাখ টাকা ক্ষতিপূরণের চেক এবং প্রবাসীর মেধাবী ৩জন সন্তানদের মাঝে প্রত্যেককে ৯হাজার ৯০০ টাকা করে চেক প্রদান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  একই অনুষ্ঠান জেলার খোকসা, কুমারখালী ও মিরপুর উপজেলায় পালন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন