সোমবার, ডিসেম্বর ২২, ২০১৪

বালিয়াকান্দিতে এইচএসসির ফরম পুরনে গলাকাটা ফি আদায় : অভিভাবকরা উদ্বিগ্ন


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কলেজ গুলোতে এইচএসসি পরীক্ষার ফরম পুরনে গলাকাটা ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফির চেয়ে ৩-৪গুন ফি আদায় করায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার বহরপুর কলেজ, বালিয়াকান্দি কলেজ, সোনাপুর মীর মশাররফ হোসেন কলেজ, জামালপুর কলেজ, নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মুনছুর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফরম পুরনের নামে বোর্ড নির্ধারিত ফি তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত ৩হাজার টাকা থেকে শুরু করে ৫হাজার টাকা পর্যন্ত আদায় করছে। এছাড়াও কোন শিক্ষার্থী এক বিষয় বা অধিক বিষয়ে ফেল থাকলে তাদের ক্ষেত্রে আলাদা ফি আদায় করা হচ্ছে। অভিভাবকরা জানান, সরকার নির্ধারিত ফির চেয়ে ৩-৪ গুন ফি আদায় করলেও কর্তৃপক্ষ কেন নজর দিচ্ছে না। তারা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন