সোমবার, ডিসেম্বর ২২, ২০১৪

সৈয়দ মাছ-উদ রুমী কলেজে ফরণ পুরণের টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রশাসকের বরাবর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার : সৈয়দ মাছ-উদ রুমী কলেজে ফরণ পুরণের টাকা আতসাতের অভিযোগ করেছে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীগন। ভুক্তভোগী এসব পরীক্ষার্থীগণ জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২০১৫ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীগন অফিস সহকারী ফজলুর রহমান ও রেজাউল হকের কাছে ফরম পুরন করতে গেলে তারা ১৩শ ৯৫ টাকার স্থলে ফরম প্রতি ২৪২০ টাকা দাবী করেন। পরীক্ষার্থীগণের অভিযোগ অনান্য কলেজে ১৫শ ৫০ টাকা করে নিলেও সৈয়দ মাছ-উদ রুমী কলেজে ফরণ পুরণের টাকা বেশি নেওয়া হচ্ছে। এদিকে পরীক্ষার্থীগণ লিখিত অভিযোগে আরো উল্লেক্ষ করেন যে তারা এ বিষয়ে কলেজের প্রভাষক কানিজ ফাতেমার কাছে অভিযোগ করলে তিনি উল্টো তাদের বলেন, যে কলেজের অধ্যক্ষ নুরউদ্দিন মোঃ সেলিমের বিরুদ্ধে মামলা চালাতে গেলে ফরম প্রতি ২৪২০ টাকা করেই লাগবে। সেই সাথে তিনি আরো বলেন, এই টাকা না দিলে ব্যাবহারিক নাম্বর দেওয়া হবে না। এদিকে কলেজের মামলার টাকা যোগার করতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফরমের টাকা অতিরিক্ত চাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ পত্রে সাক্ষরকারী বাবলু রোল-৭৩১, শাকিল রোল-৭৩৮, আব্দুল মোমিন রোল-৭৪৪, রাজু আহমেদ রোল-৭৪২, বিপুল হোসেন রোল-৭৪৩, নাঈম ইসলাম রোল-৭২৯, জয় আহমেদ রোল-৭৩২ সুষ্ঠ সমাধানের আবেদন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন