মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

বালিয়াকান্দি-মধুখালী সড়কের খোর্দ্দমেগচামীতে সরকারী রাস্তার পাকুর গাছ কর্তন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামীতে সরকারী রাস্তার একটি পাকুর গাছ ২৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। তবে প্রকাশ্য দিবালোকে সরকারী এ গাছ কাটার মহোৎসব চললেও কতৃপক্ষ রয়েছে রহস্যজনক নিরব। সোমবার দুপুরে সরেজমিন খোর্দ্দমেগচামী গ্রামে গিয়ে দেখা যায়, সড়কে ব্রীজ নির্মানের ঠিকাদার পুরাতন ব্রীজ ভেঙ্গে কাজ শুরু করেছে। পাশেই থাকা একটি পাকুর গাছ ৫-৬জন কাঠুরিয়া কাটছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, গাছটি ২৩ হাজার টাকায় ক্রয় করেছে। তবে কার কাছ থেকে ক্রয় করেছে বা কে ক্রয় করেছে জানতে চাইলে জানাতে অপারগতা প্রকাশ করে। তবে দুইদিন ধরে গাছ কাটা হচ্ছে বলে জানান। গাছের মুল্য স্থানীয় ঈদগাহে ব্যায় করা হবে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আঃ ওয়াদুদ জানান, গাছ কাটা সম্পর্কে আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন