মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

চুয়াডাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী ঘোরামারা ব্রিজের অদূরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস
ঘোরামারা ব্রীজের অদূরে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়ে।আহতরা হলেন; রহিমা খাতুন (৪৫), বেবি (২৫), ট্রাক চালক ফকির মোহাম্মদ (৩০), ইয়াছিন (২৭) ফজলুল হক (৩৫), রফিক (৫০) ও ইয়াকুব আলী (৪৬) সহ কমপক্ষে ১০ জন আহত হয়।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আশাদুজ্জামান মুন্সি সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন