মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিঃ ফিলিং ষ্টেশন-২ এর শুভ উদ্বোধন

এই প্রতিষ্ঠানটি আমার নিজের জন্য তৈরী করি নাই, করেছি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য : আলহাজ্ব মোঃ মজিবর রহমান


হাওয়া প্রতিবেদক : বিআরবি গ্রপ অব ইন্ডাষ্টিজ লিমিটেড’র চেয়ারম্যান দেশবরণ্য সফল শিল্পপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে বিসিক শিল্পনগরীর পার্শ্বে বটতৈল নামক স্থানে আবারও গড়ে তুললেন আরেকটি প্রতিষ্ঠান এমআরএস ইাঃ লিঃ ফিলিং ষ্টেশন-২। গতকাল সোমবার সকাল ১১.৩০ টার সময় শীতের কুয়াশা ভিজা স্নিগ্ধ সকালে দেশবরণ্য সফল শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান আরও একটি নতুন প্রতিষ্ঠান এমআরএস ইন্ডাঃ লিঃ ফিলিং ষ্টেশন-২ এর শুভ উদ্বোধন করেন। ১৯৭৮ সালে বিআরবি কেবল ইাঃ লিঃ গঠন করার পর থেকে এই দেশবরণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান তার মেধা, দক্ষতা ও সততাকে কাজে লাগিয়ে একের পর এক গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান। বেকারত্ব ও কর্মসংস্থানের জন্য গড়ে তুললেন এমআরএস ফিলিং ষ্টেশন-২। এই শিশির সিক্ত সকালে ফিলিং ষ্টেশন চত্বরে বিআরবি গ্র“প অব ই াষ্ট্রিজ লিঃ এর কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, সমাজের সুধীজন ও সাংবাদিকদের মহামিলনের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করলেন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএস এর ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান, এমআরএস ইন্ডাষ্ট্রিজ এর ডিজিএম আব্দুর রাজ্জাক, এজিএম নুরুল আমিন, সিএ প্রচার মাহাবুব আলম, সিকিউরিটি ইনচার্জ হাবিব, ফিলিং ষ্ট্রেশন-২ ইনচার্জ ফরহাদ হোসেন, ক্যাশিয়ার সেলিম রেজা, রাসেল কবিরাজ, তরিকুল ইসলাম সহ মান্যগন্য ব্যক্তিবর্গ  স্বপ্নদ্রষ্টা দেশবরণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠানটি আমার নিজের জন্য তৈরী করি নাই, করেছি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য প্রয়োজন সুন্দর ব্যবহার ও সদালোপী। যা সকল কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে থাকতে হবে। ১৯৭৮ সাল বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড গঠন করে তিনি শুরু করেন ওয়্যারস এন্ড কেবলস উৎপাদন। দেশের ক্রমবর্ধমান চাহিদার কথা ভেবে তিনি উন্নতগুনগত মানের কেবলস উৎপাদন করে দেশব্যাপি সাড়া ফেলে দেন। কিন্তু সামনে আসতে থাকে নানা প্রতিকূলতা। শত বিপদেও তিনি পিছপা না হয়ে সামনের দিকে এগুতে থাকেন। কর্মের প্রতি অবিচল থেকে তিনি চেষ্টা করে যান সামনে এগিয়ে যেতে। বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এক সময় মাথা উঁচু করে দাঁড়ায়। আসতে থাকে ব্যাপক সফলতা। এক সময় ভালো মান ও উন্নত সেবার কারনে দেশের সবখানে ছড়িয়ে পড়ে এই কোম্পানীর সুনাম। এক পর্যায়ে দেশ ব্যাপী সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানটি দেশের গন্ডি পেরিয়ে চলে যায় বিশ্ব বাজারে। সেখানেও মানের প্রতিযোগিতায় অন্যতম স্থান দখল করতে সক্ষম হয়। ব্যবহারকারীদের নিকট এই কোম্পানীর উৎপাদিত পণ্য জনপ্রিয় হয়ে ওঠে। দেশে ও বিশ্ব বাজারের ক্রমবর্ধমান চাহিদার কারনে ১৯৯৫ সালে কোম্পানীর প্রসার ঘটানো হয়। আলহাজ্ব মজিবর রহমানের মেধা ও পরিশ্রম বিনিয়োগ করে একজন সফল শিল্পপতি ও শিল্পো উদ্যোক্তা হিসাবে পরিচতি লাভ ঘটে। এই গ্র“পের সাথে সব মিলে প্রায় সাড়ে ২০ হাজার মানুষ প্রত্যক্ষ এবং লক্ষাধিক মানুষ পরোক্ষভাবে জীবন ও জীবিকা নির্বাহ করছে। তিনি কুষ্টিয়া ও দেশবাসীর প্রিয় বন্ধু হিসাবে নিজেকে আত্মনিয়োগ করেছেন। মানুষের ভালবাসায় সিক্ত আলহাজ্ব মজিবর রহমান তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। সেকারণেই বেকারত্বদের মুখে আহার তুলে দেওয়ার জন্যই একের পর এক প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তাতে প্রায় ২০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন-জীবিকা নির্বাহ করছে। সেজন্যই বিআরবি গ্র“পের সঙ্গে যুক্ত করলেন আরেকটি অংগ এমআরএস ইন্ডাঃ লিঃ ফিলিং ষ্টেশন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন