মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

চাপাইনবাবগঞ্জে মঞ্চ মাতিয়ে আসলেন কুষ্টিয়ার এস,এস ব্যান্ড

স্টাফ রিপোর্টার : চাপাইনবাবগঞ্জের মহারাজপুর হাইস্কুলের ৫০তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধায় মঞ্চ মাতিয়ে আসলেন কুষ্টিয়ার ‘এস এস’ ব্যান্ড। শুক্রবার মহারাজপুর হাইস্কুল প্রঙ্গনে এই সংগীত সন্ধার আয়োজন করা হয়। স্কুল প্রঙ্গনে অবস্থিত বিশাল পরিসরের মঞ্চে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা গান পরিবেশন করেন কুষ্টিয়ার ‘এস এস’ ব্যান্ডের শিল্পীরা। মহারাজপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাতয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ
বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম রব্বনী, জেলা পরিষদের প্রশাসক মঈনউদ্দিন আহমেদ, এ্যাড. নজরুল ইসলাম, মহারাজপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক শওকত আলী মিয়া, মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কুষ্টিয়া বিএডিসির বীজ বিপনন বিভাগের উপ-পরিচালক ও মহারাজপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র মাসুদ আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধনী গানসহ মোট ৫টি গান পরিবেশন করে মঞ্চ তোলপাড় করেন কুষ্টিয়ার এস এস ব্যান্ডের শিল্পীরা। মঞ্চে এস এস ব্যান্ডের শিল্পী মর্ডান প্রাইউড এন্ড প্রসেসিং কো: লি: এর চেয়ারম্যান বিএম বাবু, শিল্পী সুর্বনা, সাবিনা, রতœা ও কিরনমালা সংগীত পরিবেশন করেন। মিউজিকে ছিলেন মানিক, মিটুল, কুশল, স্বপন ও সত্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন