মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

বালিয়াকান্দিতে ২ বাড়ীতে ডাকাতি : মহিলাসহ ৪জন আহত


রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা ও আলোকদিয়া গ্রামে ঘরের দরজা ভেঙ্গে রবিবার রাতে দুই বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ৪জন আহত হয়েছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা হাত বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।  বেতেঙ্গা গ্রামের বিনোদ দের ছেলে বিদ্যুৎ দে জানান, তার বাড়ীতে রাত ১টার দিকে ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ৩-৪জন মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে জিম্মি করে বেধে ফেলে। এসময় তারা স্বর্নালংকার ও টাকা পয়সা বের করে দিতে বলে। এতে অস্বীকৃতি জানালে দফায় দফায় বিদ্যুৎ দে (৪৩) ও তার স্ত্রী পল্লবী দে (৩৫) কে বেধড়ক লাঠি পেটা করে। মারপিটে স্ত্রী পল্লবী দে আতœচিৎকার দিলে পাশের ঘর থেকে ভাই বিপুল দে ও তার স্ত্রী দিপা দে চিৎকার দিলে ডাকাতদল তাদের দরজাও ভেঙ্গে ফেলে ঘরে প্রবেশ করে। ইতিমধ্যে প্রতিবেশীরা চিৎকার দিয়ে বেরিয়ে পড়লে ডাকাতদল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। যাওয়ার সময় পল্লবীর গায়ে থাকা ১ভরি ওজনের স্বর্ণালংকার ও ঘরে থাকা ৫-৬ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আলোকদিয়া গ্রামের সালাম শেখ জানান, তার ছেলে শহিদ শেখ মালয়েশিয়া থাকে। রবিবার রাতে তার ঘরের দরজা ভেঙ্গে ৩-৪জন মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে পুত্রবধু মাজেদা বেগম (৩৫) কে অস্ত্রের ভয় দেখিয়ে লাঠি পেটা করে। ঘরে থাকা ১১শত টাকা, ২টি মোবাইল সেট, ২টি বিদেশী টর্চ লাইট নিয়ে যায়। ডাকাতিকালে প্রতিবেশি হাশেম আলীর ছেলে দাউদ (৩৫) চিৎকার দিয়ে এগিয়ে আসলে তাকে মারপিট করে। আহত মাজেদাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন