মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০১৪

পে-স্কেলে অর্ন্তভূক্তির দাবীতে কুষ্টিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন

৩ জানুয়ারী সারাদেশে সকল বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জনের ঘোষনা

স্টাফ রিপোর্টার : বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্তির দাবীতে কুষ্টিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, আসাদুর রহমানা, মোঃ জাকারিয়া, অধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক
নেতা ফরহাত আলী, সোলাইমান হোসেন, আশরাফুল ইসলাম উজ্জল প্রমুখ।
মানববন্ধন থেকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা কাজী আব্দুর রাজ্জাক বলেন, জাতীয় পে-স্কেলের সুপারিশমালায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কোন সুযোগ সুবিধা না রাখার প্রতিবাদে আগামী তিন জানুয়ারী সারাদেশে সকল বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন কর্মসূচী পালন করা হবে। তিনি আরো বলেন, দাবী আদায় না হলে আগামী ৯ জানুয়ারী ঢাকা ডেমরায় অবস্থিত একে স্কুল এন্ড কলেজে সারা দেশের শিক্ষক নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে পরবর্তি কর্মসুচি গ্রহন করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন