বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০১৪

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন র‌্যালী ও আলোচনা সভা

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারীসমাজ ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের যৌথ আয়োজনে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সকাল ১০ টায় বর্নাঢ্য র‌্যালী কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে থেকে বের কুষ্টিয়া শহর পদক্ষিণ শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান লাকী। আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্য ও সাংবাদিক ইব্রাহিম খলিল, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি সামসুজ্জামান, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এম এ কাইয়ুম,পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য আবুল হোসেন, মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি আতিয়ার রহমান,সাধারন সম্পাদক ডা: উৎপল কুমার সেনগুপ্ত, মানবাধিকার নারীসমাজের সহ -সভাপতি নার্গিস রহমান, সাধারন সম্পাদক সাবিনা আকতার টলি,  র‌্যালী ও আলোচনা সভাটি পরিচালনা করেন মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। আলোচনা সভায় বক্তরা মানবাধিকারের ৩০ টি ধারা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন ৩৬৫ দিন মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে হবে। নারীর প্রতি সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে। প্রতিটা মানুষ যদি তার নিজ নিজ পরিসরে মানবাধিকার প্রতিষ্ঠা
এবং রক্ষায় সক্রিয় হয় তা হলে মানবাধিকার দিবস উদযাপনের সফলতা আসবে। সার্বিক সহযোগিতা করেন মুক্তির তারক নাথ কুন্ডু, মুস্তাফিজুর রহমান সোহেল,রকিবুল ইসলাম কর্নেল,সালমা সুলতানা, শ্যামলী খাতুন, শাহিনুর বেলীসহ বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন