ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ইটবোঝাই ট্রাক উল্টে সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা আরো ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে শৈলকুপার লাঙলবাঁধ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপার লাঙলবাঁধ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন জানান, এক বাইসাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে ইট বোঝাই ট্রাকটি পুলিশ ক্যাম্পের পাশের রাস্তা থেকে উল্টে খাদে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শ্রমিক সাজ্জাদ হোসেন চাপা পড়ে মারা যায়। আহত হয় আরো ৪ শ্রমিক। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন শৈলকুপা উপজেলার নবগ্রামের আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
শনিবার, জানুয়ারী ১৯, ২০১৩
ঝিনাইদহে অস্ত্র ও বোমাসহ দুই চরমপন্থী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র ও বোমাসহ দুই চরমপন্থীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে সদর উপজেলার আমের চারাতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির ক্যাডার সিরাজুল ইসলাম (৪০) ও গণমুক্তিফৌজের ক্যাডার মতিয়ার রহমান (২৭). এসময় তাদের কাছ থেকে একটি সার্টারগান ও ২টি বোমা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত মতিয়ার ঝিনাইদহের চাঞ্চল্যকর সুভাষ হত্যা মামলার আসামী। ঝিনাইদহ ক্যাম্পের কমাণ্ডার হামিদুল হক জানান, চরমপন্থিদের সশস্ত্র অবস্থান গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে তাদের একটি দল সদর উপজেলার আমের চারাতলা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে চরমপন্থী ক্যাডার সিরাজুল ইসলাম ও মতিয়ার রহমানকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের হাসান আলীর ছেলে ও মতিয়ার রহমান একই উপজেলার বেরইল গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের তিনদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন
পদ্মা সেতু নিয়ে এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কোন সরকার ব্যবস্থা থাকবে তা আলোচনা করে একমত হতে হবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুরনো ধাচের বাতিল হওয়া নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবেন না। মন্ত্রী বলেন, বেগম জিয়াকে ২ বছর আগ থেকেই সংলাপে বসার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে। কিন্তু খালেদা জিয়া নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন না। উনার একটাই উদ্দেশ্যে কোন পন্থায় চক্রান্ত করে যুদ্ধাপরাধী ও দূর্নীতিবাজ আত্মীয়-স্বজনদের রক্ষা করা যায়। ১৮ থেকে ২০ জানুয়ারি তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের ১১তম পূনর্মিলনী অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হায়াত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুক্রবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মৎস্য ও প্রাণী
সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কোন সরকার ব্যবস্থা থাকবে তা আলোচনা করে একমত হতে হবে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুরনো ধাচের বাতিল হওয়া নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলবেন না। মন্ত্রী বলেন, বেগম জিয়াকে ২ বছর আগ থেকেই সংলাপে বসার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে। কিন্তু খালেদা জিয়া নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন না। উনার একটাই উদ্দেশ্যে কোন পন্থায় চক্রান্ত করে যুদ্ধাপরাধী ও দূর্নীতিবাজ আত্মীয়-স্বজনদের রক্ষা করা যায়। ১৮ থেকে ২০ জানুয়ারি তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ক্যাডেটদের ১১তম পূনর্মিলনী অনুষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হায়াত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুক্রবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং মৎস্য ও প্রাণী
শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩
ইবিতে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের গুলি
শিক্ষক ডরমেটরিতে হামলা-ভাংচুর, তল্লাশী, ছাত্রদল সভাপতিসহ আটক ৮
জেলা বিএনপি ও ইবি শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ
ক্যাম্পাসে সংগঠিত সংঘর্ষ ও পরবর্তীতে শিক্ষকদের আবাসিক এলাকায় ভাংচুর ও পুলিশের তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণও পূণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সদস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোসেন। বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন-শিক্ষকদের উপর ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় প্রমাণ করে ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের কোন নিরাপত্তা নেই। বিবৃতিতে বলা হয় হামলাকারীরা কেবল নিরীহ ছাত্রদেরকে হামলা করেই ক্ষান্ত হয়নি বরং সম্মানিত শিক্ষকদের আবাসস্থল ইবি
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগীতায় লাবীবাকে এসএমএস করুন
আমি আমার গান দিয়ে বাংলাদেশ এবং এদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই। যদি আমার গান আপনার কাছে ভালো লাগে এবং আমাকে পরবর্তী রাউন্ডে দেখতে চান তাহলে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন খঅইঊঊইঅ এবং সেন্ড করুন ১২৩৪ নম্বরে। আপনারা ভোট দিতে পারবেন ১৮ই জানুয়ারী শুক্রবার (আজ) রাত ১০.৩০ মিনিট থেকে ১৯ শে জানুয়ারী শনিবার সন্ধ্যায় ৬ টা পর্যন্ত। একই নম্বর থেকে সর্বোচ্চ ৫টি মেসেজ ও ৫টি কল করতে পারবেন ১২৩৪ নম্বরে। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুজছে বাংলাদেশ প্রতিযোগীতায় কুষ্টিয়ার মেয়ে লাবীবাকে এসএমএস করুন.
ইবিতে ছাত্রলীগের হামলার ঘটনায় জেলা ছাত্রদলের নিন্দা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন ও সিনিয়র যুগ্ন অঅহবায়ক আব্দুল হাকিম মাসুদ। এক বিবৃতিতে তারা জানায়, ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে,দেশের বিভিন্ন বিদ্যালয়ে অস্থিতিশীল করে তুলছে। ছাত্রলীগ শিক্ষকদের উপর হামলা একটি ন্যাক্কার জনক অধ্যায়ের সূচনা করেছে। আর ইবি ছাত্রদল এ হামলার প্রতিবাদ করতে যেয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে জড়িতদের দৃষ্টান্ট মূলক শাস্তি দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)