শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩

জেলা বিএনপি ও ইবি শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ

ক্যাম্পাসে সংগঠিত সংঘর্ষ ও পরবর্তীতে শিক্ষকদের আবাসিক এলাকায় ভাংচুর ও পুলিশের তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণও পূণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সদস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোসেন। বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন-শিক্ষকদের উপর ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় প্রমাণ করে ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের কোন নিরাপত্তা নেই। বিবৃতিতে বলা হয় হামলাকারীরা কেবল নিরীহ ছাত্রদেরকে হামলা করেই ক্ষান্ত হয়নি বরং সম্মানিত শিক্ষকদের আবাসস্থল ইবি
ডরমেটরিতে হামলা চালিয়ে প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর, গবেষণাগার, বইপত্র, ব্যবহার্য ল্যাপটপ লুটপাট করে। পরবর্তীতে প্রক্টরের উপস্থিতিতে সম্মানিত শিক্ষকবৃন্দের আবাসকক্ষ তল্লাশীর নামে চরমভাবে হয়রানী করা হয়। হামলাকারী সন্ত্রাসীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। ঘটনা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি মহোদয়ের মোবাইল বন্ধ পাওয়া যায়। প্রক্টর ও প্রশাসনের সাহায্য চেয়েও আক্রান্তরা বারবার ব্যর্থ হয়। যারা আক্রান্ত হয়েছে উপরন্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা এহেন বে-আইনী ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। বারবার বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলা রক্ষায় ব্যর্থ প্রক্টরের পদত্যাগ দাবী করছি। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন