শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩

ইবি ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতা কর্মিদের শয্যাপাশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ছাত্রলীগের ক্যাডাররা শিক্ষাঙ্গনে অস্ত্রবাজী সন্ত্রাস বোমাবাজি করছে

আব্দুম মুনিব : প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মিদের দেখতে গতকাল দুপুর ৩ টায় হরিনারায়নপুরের একটি ক্লিনিকে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি ছাত্রলীগের হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম, ফারুক আহমেদ, আনিসুল ইসলাম, তুহিন আলী। যুগ্ন সম্পাদক সাব্বির আহমেদ, সিরাজুল ইসলাম, সোহান, রন্জু আলী, জাহাংগীর, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল, ক্রিড়া সম্পাদক রিংকু আলী, প্রচার সম্পাদক সোহরাব, তথ্য ও গবেষনা সম্পাদক মিশুক ফয়সাল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ রাজু, সদস্য মিজান, রাজিবুল, সাইদুল, আজিজুল, লাইফ খান, হানিফ, রাসেল, রফি, সাজ্জাদসহ অন্যান্য কর্মিদের শয্যাপাশে যান এবং
শারীরিক ও চিকিৎসার খোজখবর নেন। এসময় সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সারাদেশে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের ক্যাডাররা হামলা, অস্ত্রবাজী, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, বোমাবাজি করে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর নগ্ন হামলা করেছে। তিনি বলেন, ছাত্রলীগ কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা একটি ন্যাক্কার জনক ঘটনা। ছাত্রদল এ হামলার প্রতিবাদ করতে যেয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে জড়িতদের শাস্তি দাবী করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহম্মাদ, জেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, সদর থানা বিএনপির সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, হরিনারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাবেদ আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দালপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুবদল নেতা খন্দকার সামসুদ্দোহা লাল্টু, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম নাঈম, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সিপন, তরিকুল, সোহেল রানা, বাবু, উজ্জল, হরিনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি চতুর আলী, হরিনারায়নপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন, মিজান, হারুন, মিরাজুল, সেলিম, রিয়াজ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন