শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩

নোবেল প্রাপ্তির শতবর্ষে শিলাইদহে দুই বাংলার মিলন মেলা

কুদরতে খোদা সবুজ : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে দুই বাংলার মিলন মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সংগঠন অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যোগে 'গীতাঞ্জলি ১০০' শিরোনামে বাংলাদেশে দু-দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং কুঠিবাড়ি প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও বইমেলা অনুষ্ঠান। ১৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুষ্টিয়া সার্কিট হাউজে অতন্দ্র একাত্তর ও ফ্রেন্ডস অব বাংলাদেশ'র যৌথ সংবাদ সম্মেলন সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, অতন্দ্র একাত্তর'র আহ্বায়ক বেলাল চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সদস্য সচিব মুজতবা আহমেদ মুরশেদ, যুগ্ম-সচিব জয়ন্ত আচার্য, সদস্য কবি হাবিবুল্লাহ সিরাজী, ভারতের
বিশিষ্ট নাট্যকার তপশ্রী গুপ্তা প্রমুখ। বক্তারা বলেন, বাঙালির চিরায়ত স্পন্দনকে ধারণ করেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বমানব হয়ে উঠেছিলেন। তাঁর অতুলনীয় শিল্পপ্রভায় শুধু বাঙালিই মুগ্ধ হয়নি, বিশ্বমানবতাও হয়েছে ঋদ্ধ। কালোত্তীর্ণ মানব রবীন্দ্রনাথ আত্মকর্মের (গীতাঞ্জলি) স্বীকৃতি হিসেবে ১৯১৩ সালে প্রথম এশিয় হিসেবে অর্জন করেছিলেন নোবেল পুরস্কার। ২০১৩ সালে তাঁর সেই অসামান্য অর্জনের শতবর্ষ পূর্ণ হয়েছে। অতন্দ্র একাত্তর বাঙালি জাতির অভেদসত্তা রবীন্দ্রনাথের সেই প্রাপ্তি স্মরণে ১৮ ও ১৯ জানুয়ারী আনন্দযজ্ঞে মেতে উঠতে চায়। ১৮ জানুয়ারী শুক্রবার বিকেল ৩ টায় কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানের সূচনা করবেন। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। কবি বেলাল চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা করবেন অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক সনৎ কুমার সাহা, শুভ প্রসন্ন ভট্টাচার্য, ভারতীয় উপ-হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা অংশ নেবেন সেই কৃত্যে। সন্ধ্যা সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শিল্পীবৃন্দ আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন। কুঠিবাড়ি প্রাঙ্গনে দিনব্যাপী পিঠা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের অতন্দ্র একাত্তর এবং ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ ১৮ ও ১৯ জানুয়ারী দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন