শুক্রবার, জানুয়ারী ১৮, ২০১৩

কুষ্টিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ আছে তবে সেটা কোথায় হবে সিন্ধান্ত হয়নি
আব্দুম মুনিব : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিলাইদহ ব্যতিত অন্য স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ আছে তবে এ বিষয়ে কোন সিন্ধান্ত হয়নি। তবে কোন সিন্ধান্ত নেয়ার আগে সেখানকার ইতিহাস দেখা উচিৎ। তিনি বলেন, অসংখ্য মানুষ বিশ্ব কবির স্বৃতি বিজরিত শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উপযুক্ত স্থান মনে করে সুতরাং সেই জায়গাটাতো এখনও ক্ষয় হয়ে যায়নি। এটা নিয়ে এখনই হৈ চৈ করার কিছু নেই। তিনি বলেন, এর বেশি কিছু বলতে পারবো না কারণ এটি আমার বিষয় নয়। গতকাল বিকালে রবীন্দ্রনাথের নোবেল বিজয়ীর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া সার্কিট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন